Monday, 14 December 2015

যদি কিছু মনে না করেন...

সুন্দর করে কথা বলতে পারা একটা শিক্ষা সুন্দর করে কথা বলা মানে বই পুস্তকের ভাষা নয়, তা আঞ্চলিক হোক, তথাকথিত গেও হোক, কিংবা আধুনা মিশ্র ভাষাই হোক তাকে সুনিপূণ ব্যকরণগতভাবে বিশুদ্ধ হবার দরকার নেই তবে অনুশীলন অনুশাসনের প্রয়োজন আছে এই অনুশাসন অনুশীলন তাত্বিক চর্চা হবে ব্যক্তি এককের উচ্চ তলার ব্যস্ততম প্রকষ্টে, ব্যবহারিক চর্চা হবে মাঝের প্রকষ্টে- যেটা ক্রমাগত ক্রিয়াশীল, অথচ ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে নিষ্ক্রর্মা , অকেজো সেক্ষেত্রে এই শ্রেনীকক্ষের কাঠামোগত মেরামতসর্বাগ্রে প্রয়োজন সেইসাথে, শ্রেনীকক্ষটি যাতে এমন আকর্ষনীয় হয় যাতে এর ব্যবহারেউৎসাহ পাওয়া যায়, সেই রসদও জোগান দিতে হবে

একটি কথা মনে হল বলেই বলে দিলামস্বরূপ মানসিকতা সেই সাথে উপযুক্ত কথা না বলে চেপে যাবার নিপূনতা দুই- আমাদের দেওলিয়া করছে করবে। সুন্দর করে কথা বলবার যোগ্যতা অর্জন করা আসলেও বিশাল ব্যপার। যেই বিষয়গুলো আমাকে কষ্ট দিচ্ছে বা দিতে পারে, সেই কথাগুলো অবলিলায় অথবা অসমসাহসিকতায় অন্য কাওকে বলে দিতে পারছি- কিভাবে ?


ভালোবাসুন মন দিয়ে, ধন্যবাদ দিতে শিখুন প্রাণ খুলে- আন্তরিকভাবে, দুঃখপ্রকাশ করুন দূঃখি হয়ে, কাধে হাত রাখুন সাহস দিয়ে, ভূল স্বীকার করুন-বদান্যতায়, নির্ভূল হবার জন্য এসব বিদ্যালয়, পরিবার, ট্রেনিং সেন্টার দাবি করেনা, দাবি করে আপনার একটু নিজেকে দেওয়া সময়ে, নিজের প্রতি নিজের যত্নে, নিজেকে ভালোবাসতে আরম্ভ করার পদক্ষেপে। হাসুন,বিশ্বাস করুন যেটা ভালো লাগেনা, সেটা ভাষার নেতিবাচক ব্যবহারে নয় যত্ন করে জোড় দিয়ে প্রকাশ করুন। অযথা -যথা কথা যথার্থ কেও অযথার্থ অগ্রহনযোগ্য করে তোলে। নিজেকে ভালোবাসা মানে আয়নার সামনের মানুষটিকে ভালোবাসা নয়, নিজেকে ভালোবাসা মানে- নিজের ভেতর সেই মানুষটিকে ভালোবাসা যে অযথাই কবি হতে চায়, লোকচক্ষুর আড়ালে গানের তালে নাচতে চায়, সুবজ ঘাসের বুকে খালি পায়ে দৌড়তে চায়, মাঝে মাঝে কাজ ভূলে বন্ধুর সাথে হারাতে চায় -গল্পে। খুজে দেখুনতো- আপনার হৃদয়ের শব্দ ভান্ডাড়ে ভালোবাসায় বোনা শব্দের সম্ভার বেশি, নাকি ... না বললাম নেতি-কথা  

No comments:

Post a Comment